আমারে তুমি বাসিয়াছ ভাল

লিখেছেন লিখেছেন আতিকুর রহমান ফরায়েজী ১৮ জানুয়ারি, ২০১৩, ১২:৪১:০৭ দুপুর

তোমারে যদি ভূলিতে পারি কভূ

তবে যেন আপনারেই ভূলিব।

যদি মাথার মুকুট টুটিয়া যায়

তবে তোমারেই স্মরিব।

তুমিতো শুধু তোমা নও!

তুমিতো আমাতে রয়েছ মিশে

তাইতো সকাল-বিকেলেতে দাও

হৃদয়ে প্রেমের তৃষে।

ঘুরে ফিরে খুঁজি দিশে।

অবশেষে ;

আজ তোমারে পেয়েছি

হৃদয় পুরীর দেশে।

তবু যেতে চাও ফিরে?

না! না! তা হবে না।

তোমার চরণে জড়ায়ে রাখিব

মরণ প্রেমের গিড়ে।

দেখি! কেমন করিয়া যাও।

তরীতে তুলায়ে, হৃদয় দুলায়ে

বাঁধিয়া রাখিব হৃদয় সাগর তীরে।

দেখি! কেমন করিয়া সও।

যতই ভাবিবে ভূলিছ মোরে

ততই করিছ মনে।

যত যেতে চাও, তত ফিরে আস

প্রেমের কুঞ্জ বনে।

জান কেন?

আমার তুমি বাসিয়াছ ভাল তাই।

বিষয়: সাহিত্য

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File